কলকাতায় ফেরি করার কাজে রওনা দিয়েছিলেন মুর্শিদাবাদের ৬ শ্রমিক। গত রবিবার পুরনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝাউদিয়ার দুজন ও বেলডাঙ্গার চারজন গুরুতর আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন জলঙ্গি থানার ঝাউদিয়া গ্রামের জাহারুল মণ্ডল। বৃহস্পতিবার রাত দেড় টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাকিরা এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, তাঁদের গ্রামের অনেক মানুষই অর্থের অভাবে কলকাতায় রোজগারের জন্য আসেন। সংসার চালাতে কেউ কেউ ফেরির কাজ করেন। সেরকমই জাহারুল মণ্ডল কলকাতায় যান ফেরি করতে। জাহারুলের উপরই দুই মেয়ে এবং স্ত্রী নির্ভরশীল ছিলেন। এখন সরকারি সাহায্য পেলে তাঁরা খেয়ে পড়ে বাঁচতে পারবেন। তাই সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি।
উল্লেখ্য, কান্নায় ভেঙে পড়েছে জাহারুলের পরিবার। শোকের ছায়া নেমেছে গ্রামে। এখন অপেক্ষার এই অসহায় পরিবার সরকারি সাহায্য পায় কিনা। সংসার চালাতে কলকাতা গিয়ে প্রাণ হারালেন। কীভাবে সংসার চালাবেন দুই মেয়েকে নিয়ে জাহারুলের স্ত্রী? রয়ে গেল ধোঁয়াশা।