ফের ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মোটরবাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে দোহালিয়া মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন কান্দি কাটোয়া রাজ্য সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিস।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ডাম্পার ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটর বাইক আরোহী। এখনো পর্যন্ত মৃত ওই মোটরবাইক আরোহীর নাম পরিচয় জানা যায়নি। পুলিস মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
স্থানীয় এক বাসিন্দা বলেন, তাঁরা দুর্ঘটনা হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন ওই বাইক আরোহী পড়ে রয়েছে। ডাম্পারে থেঁতলে গেছে মাথা। ওই ডাম্পার ও ডাম্পার চালককে আটক করা হয়েছে।
দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কান্দি থানার দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন এলাকায়। কান্দি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করে মৃত ওই মোটরবাইক আরোহীর নাম পরিচয় জানার চেষ্টা করছে।
প্রসঙ্গত, বুধবার রাতে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় পবিত্র রায় নামে এক যুবকের। জলপাইগুড়ি জেলার ৪৮ নং এশিয়ান হাইওয়ে দিয়ে ধূপগুড়ি থেকে একটা ডাম্পার গয়েরকাটার দিকে যাচ্ছিল। সেই সময় দুই বাইক আরোহী বেপোরোয়া গতিতে ডাম্পারটিকে ওভারটেক করতে গিয়ে পথের পাশে দাঁড়িয়ে থাকা যুবককে ধাক্কা মারলে সে ছিটকে গিয়ে ডাম্পারের নীচে পড়ে। এবং ডাম্পারের চাকায় পিষ্ট হয় ওই যুবক । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত হয় দুই বাইক আরোহীও। বারেবারেই ডাম্পারের কারণে ঘটছে দুর্ঘটনা। আরও একটু সচেতন থাকলে হয়তো এড়ানো যেত দুর্ঘটনা।