১৯ এপ্রিল, ২০২৪

Naihati: এবার লোকাল ট্রেনে টাকা পাচার! নৈহাটি স্টেশনে যুবকের ব্যাগে নোটের বান্ডিল
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-12 12:27:35   Share:   

এবার নৈহাটি স্টেশনে (Naihati Station) এক সন্দেহভাজনের ব্যাগ থেকে প্রায় ৬০ লক্ষ (Cash Seized) টাকা বাজেয়াপ্ত। যদিও টাকার আসল পরিমাণ নিয়ে ধন্দে তদন্তকারীরা। তাঁকে আটক করেছে নৈহাটি জিআরপি (GRP)। খবর দেওয়া হয়েছে, আয়কর দফতর এবং দুর্নীতি দমন শাখাকে। সূত্রের খবর, টাকা গুণতে মেশিনও এনেছে জিআরপি। এমনটাই নৈহাটি জিআরপি সূত্রে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আটক এই যুবক টিটাগড়ের (Titagarh) বাসিন্দা। বারবার বয়ান বদলানোয় টাকার উৎস নিয়ে ধন্দে তদন্তকারীরা।

সূত্রের খবর, নৈহাটি স্টেশনে টাকা উদ্ধারের ঘটনায় তদন্তকারী অফিসারদের বারেবারে বিভ্রান্ত করছে ধৃত যুবক। জেরায় সন্দেহভাজন যুবক জানিয়েছে, মাঝেমাঝে সে এরকম ভাবে নৈহাটিতে টাকা নিয়ে আসে। তবে কার কাছে আসে, তা বলতে নারাজ অভিযুক্ত অভিষেক সোনকার।

নৈহাটি জিআরপির ওসি জানান, তাঁদের স্টেশনজুড়ে নাকা চেকিং চলছিল। আপ কল্যাণী লোকাল থেকে অভিষেক ব্যাগ নিয়ে নামতেই আমাদের সন্দেহ হয়। অন্য কাউকে ব্যাগ হস্তান্তরের এর জন্য ফোন করে অভিষেক। দুই ক্যারিয়ারের সংকেত ছিল, মোবাইলে হাফ দশ টাকার নোটের ছবি দেখালেই টাকার ব্যাগ হস্তান্তার হবে। আর সেই মুহুর্তেই পুলিস বমাল ধরে ফেলে। ব্যাগ তল্লাশি চালাতেই বেড়িয়ে পড়ে টাকার বান্ডিল।

এরপরই তাঁকে  দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎসের খোজ এখন পায়নি ইনকাম ট্যাক্স। ব্যাগের মধ্যে  টাকার পরিমাণ কত, তা এখন স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে অনুমান ৬০ লক্ষের মতো রয়েছে সন্দেহভাজনের ব্যাগে। ক্যাশ ভেন্ডিং মেশিনে টাকার পরিমান আরো বাড়তে পারে বলে পুলিসের অনুমান।


Follow us on :