২৬ এপ্রিল, ২০২৪

Bidyut: পুরসভার ড্রাইভার বিদ্যুতের ৩৩ কোটির সম্পত্তি? অনুব্রত ঘনিষ্ঠের এই উত্থানে হতবাক স্থানীয়রা
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-05 13:38:32   Share:   

মাত্র দু'বছরে বোলপুরে একাধিক সম্পত্তির মালিক অনুব্রতর (Anubrata Mandal) 'পোষ্য পুত্র' হিসেবে পরিচিত বিদুৎবরণ গায়েন (Bidyut Gayen)। ২০২০-২১ সালের মধ্যে বোলপুরে (Bolpur) ৫৬০ কাঠা জমি কিনেছেন বিদুৎ। যার আনুমানিক বাজার মূল্য ৩৩ কোটি টাকার বেশি। একজন পুরসভার (Bolpur Municipality) ড্রাইভারের এত সম্পত্তি দেখে হতবাক সাধারণ মানুষ! কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুৎ গায়েনের এমনই সম্পত্তির তথ্য নাকি পাওয়া গিয়েছে সরকারি খাতায়।

সরকারি অফিসের তথ্য বলছে বোলপুরে বিদ্যুতের মোট জমি ৭২টি। যা প্রায় ৫৬০ কাঠা, কাঠা প্রতি এই জমির মূল্য যদি ৬ লক্ষ টাকাও ধরা হয়, তাহলে এই সম্পত্তির পরিমাণ ৩৩ কোটির বেশি। বোলপুরের কালিকাপুর মৌজাতেই ৫৭টি জমি রয়েছে বিদ্যুতের। এই মৌজা এলাকাতেই বাড়ি বিদ্যুৎ গায়েনের, পাশাপাশি অনুব্রত মণ্ডলের বাড়িও এই মৌজাতেই।। এছাড়াও, বোলপুর মৌজায় রয়েছে ২টি জমি, সুরুল মৌজায় ২টি জমি, বল্লভপুর মৌজায় ৭টি জমি, কংকালীতলা মৌজায় ৪টি জমি।

সরকারি তথ্য বলছে, ২০২০-২১ সালেই কেনা হয়েছিল এই সমস্ত জমি। পাশাপাশি সিবিআইয়ের তথ্য অনুযায়ী অনুব্রত কন্যা সুকন্যার দু'টি কোম্পানিরও অন্যতম ডিরেক্টর হিসাবে রয়েছে এই বিদ্যুৎ।

এদিকে, বিদ্যুৎ বরণের বাড়ির সামনে পড়ে রয়েছে ব্যাংক একাউন্টের নথি। তাঁর বাবা পঞ্চানন গায়েনের নামে থাকা একাউন্টের নথি হদিশ বাড়ির সামনে। ব্যাংক চেক, ক্যান্সেল চেক, ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ পড়ে রয়েছে বাড়ির সামনে ড্রেনের উপর। সব নথি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের নথি এভাবে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে কেন? তাহলে ব্যাংকের তথ্য গোপন করার চেষ্টা?


Follow us on :