গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একটি মোবাইলয়ের দোকান। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থল পরিদর্শনে বুধবার সকালে যান জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বড়াইক।
জানা গিয়েছে, আগুনে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ওই মোবাইল দোকানের পাশেই ছিল একটি ক্যাফে ও একটি পানের দোকান। আগুনে সেই দোকান দুটিও ক্ষতিগ্রস্ত হয়। যদিও দোকান দুটির ক্ষতির পরিমাণ খুব বেশি নয়।
এক স্থানীয় বাসিন্দা বলেন, আগুন লেগেছে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকলে ফোন করেন। কিন্তু দমকলের ফোন বন্ধ ছিল। পরে কিছু মানুষ দমকলের অফিসে গিয়ে খবর দিলে দমকল আসে। কিন্তু ততক্ষণে মোবাইলের দোকানের ভিতর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, আগুন লাগার কথা জানতে পেরে দেখতে আসেন। কোথা থেকে কীভাবে আগুন লাগল তা দেখা হচ্ছে। আর যা যা সহযোগিতার প্রয়োজন তা করবেন বলেও আশ্বাস দেন তিনি।
প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে ওই মোবাইলের দোকানে আগুন লাগে।