নিজের আড়াই বছরের শিশুকে সঙ্গে নিয়ে ব্লক হাসপাতালে (hospital) ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এক গৃহবধূ (house wife)। তবে সময় পেরিয়ে গেলেও তাঁরা ফিরে আসেনি। এরপরই শুরু হয় খোঁজাখুজি। তবে খোঁজ পাওয়া যায়নি তাঁদের। ঘটনা আলিপুরদুয়ার (alipurduar) জেলার এক নম্বর ব্লকের দক্ষিণ কামসিং গ্ৰামের। ঘটনায় পুলিসের দ্বারস্থ হন পরিবার।
জানা গেছে, মঙ্গলবার নিজের আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে ব্লক হাসপাতালে গিয়েছিল শম্পা সিং রায় নামে ওই গৃহবধু। তবে তারপর থেকেই নিখোঁজ তাঁরা।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘক্ষণ তাঁদের ফিরে আসার অপেক্ষা করেন তাঁরা। বহু সময় পরেও তাঁরা ফিরে না আসায় খোঁজাখুঁজি করে তাঁর পরিবারের লোকেরা। গ্রামের সমস্ত জায়গায় এমনকি ওই গৃহবধূর বাপের বাড়িতেও খোঁজ করে কোনও খোঁজ মেলেনি। ফলে নিখোঁজের ঘটনায় বৃহস্পতিবার আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার।
নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।