২৬ এপ্রিল, ২০২৪

Fire Brigade: মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে দমকলের পুজো প্রস্তুতি বৈঠক, অগ্নিদুর্ঘটনা এড়াতে ব্যবস্থা
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-24 19:29:20   Share:   

দুর্গাপুজোয় (Durga Puja 2022) বড়সড় অগ্নিকাণ্ড এড়াতে দমকলের (Fire Brigade) উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী সুজিত বসু (Minister Sujit Basu)। পুজোপ্যান্ডেলের বৈদ্যুতিক সংযোগ, ওয়ারিং ঠিকই রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হবে। সেটা দেখতে দমকল কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী। এই বৈঠকে রাজ্যের একাধিক ফায়ার স্টেশনের (Fire Station) ওসিরাও উপস্থিত ছিলেন। ছিলেন এসইএস মনোজ আগরওয়াল, ডিজি (ফায়ার) রণবীর কুমার-সহ অন্য কর্তারা।

বৈঠক প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বোস বলেন, 'রাজ্যে দমকলের সব ডিভিশনাল কর্তা এবং ফায়ার স্টেশনের ওসিদের নিয়ে এই বৈঠক হয়েছে। সমস্ত ওসিদের বলেছি বড় দুর্ঘটনা এড়ানোর জন্য সতর্ক করা হয়েছে। সুষ্ঠুভাবে পুজো পরিচালনার জন্য আমাদের অফিসারদের নজরদারি চালাতে হবে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। নির্বিঘ্নে মানুষ যাতে প্যান্ডেলে আসতে পারে, সেদিকটা নিশ্চিত করতে হবে।'

তিনি জানান, এর বাইরে আমাদের ডে টু ডে সার্ভিস রয়েছে। ফায়ার সেফটি সার্টিফিকেট যারা চান, তাঁরা যেন হ্যারাস না হয়। ফাইল দ্রুততার সঙ্গে ছেড়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী চান প্রশাসন ভাল করে চলুক। কঠিন কাজ যেন ভাল করে করি। দমকল পুজোর সময় চার্জ নেবে না। ফায়ার সার্ভিস থেকে সচেতনতা হবে।

মন্ত্রী বলেন, 'আমরা এতবড় উৎসব আয়োজনে প্রস্তুত। আগেও স্পেশাল জব করেছে। আমফানের সময় লোকও মারা গিয়েছিল। ফায়ার অডিটগুলো দ্রুততার সঙ্গে কাজ করবে। এবারের পুজো আলাদা, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। প্যান্ডেলের সবকিছুই কিছুই দাহ্য পদার্থ। ইলেকট্রিক ওয়ারিং যাতে ঠিক হয়, তার জন্য লোকাল ওসিকে বলেছি। পরিদর্শন করবেন তারা, ফায়ার  মাস্ট। সেটা স্থানীয় পুজোর কর্তাদের শিখে নেওয়া প্রয়োজন।  টেম্পোরারি ফায়ার স্টেশন থাকবে পুজোর সময় ১৯টি।'


Follow us on :