Share this link via
Or copy link
রাজ্য সরকারের নির্দেশমতো সহায়ক মূল্যে ধান বিক্রি করতে না পেরে মালদহ জেলার গাজোলের ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাষিরা। মঙ্গলবার সকাল থেকেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাজোল থানার তুলসীডাঙা কিষাণ মাণ্ডি এলাকায়।
চাষিদের অভিযোগ, রাতের অন্ধকারে তাঁরা লাইন দিয়েছেন, নিজেদের উৎপাদিত জমির ধান বিক্রি করার জন্য। কিন্তু সকাল ১১ টায় অফিস খোলার পর তাঁদের জানানো হয়, ২৫ কুইন্টালের বেশি ধান কেনা হবে না। চাষিদের আরও অভিযোগ, ৪৫ কুইন্টাল মাথাপিছু ধান বিক্রির নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। কিন্তু সেখানে এমন বেনিয়ম কেন? সংশ্লিষ্ট এলাকার কিষাণ মাণ্ডি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এখানেই শেষ নয়, চাষিদের আরও অভিযোগ, অনেককে আবার কুপন না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে সরাসরি ধান বিক্রি করার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন কৃষকরা।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় গাজোল থানার পুলিস। পুলিসের সক্রিয় ভূমিকায় অবশেষে বিক্ষোভ ওঠে। তবে ৪৫ কুইন্টাল মাথাপিছু ধান বিক্রির নির্দেশ মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা।