২৯ মার্চ, ২০২৪

Liquor: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! পুজোর আগেই বাড়ছে দেশী-বিদেশী মদের দাম
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-09 19:20:42   Share:   

পুজোর আগে দুঃসংবাদ সুরাপ্রেমীদের। শারদ উৎসবের মুডে ঢোকার আগেই দাম বাড়ছে মদের। রাজস্ব বাড়াতে মদের দামবৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে বলে সূত্রের খবর।

আগামী ১৫ সেপ্টেম্বর দাম বৃদ্ধি হচ্ছে মদের। দেশি মদের ক্ষেত্রে মূল্যবৃদ্ধি হবে ২০ শতাংশ। দেশে প্রস্তত বিদেশি মদের দাম বাড়তে চলেছে ৭ থেকে ১০ শতাংশ। ৬০০ মিলিলিটার দেশি মদের দাম হতে চলেছে ১৫৫ টাকা। ৩৭৫ মিলিলিটারের দাম হতে চলেছে ১০৫ টাকা। ৩০০ মিলিলিটারের দাম হতে চলেছে ৮৫ টাকা। ১৮০ মিলিলিটারেরের দাম হতে চলেছে ৫০ টাকা। এমনটাই আবগারি দফতর সূত্রে খবর।

এদিকে, গত বছর বিলিতি মদের দাম অনেকটাই কমেছিল রাজ্যে। ২০২১-র ১৬ নভেম্বর থেকে ভারতে তৈরি বিলিতি মদের দাম কমেছিল। এবার প্রায় এক বছরের মাথায় সেই দাম বাড়তে চলেছে। আবগারি দফতর সূত্রে খবর, ১৫ সেপ্টেম্বর থেকে নতুন দামে মদ বিক্রি হবে। রাম, হুইস্কি, ভদকা, জিন সবেরই দাম বাড়বে। বাড়বে বিয়ারের দামও। তবে সুরাপ্রেমীদের আশ্বস্ত করে আবগারি দফতরের দাবি, 'দাম বাড়লেও গত নভেম্বরের আগে যতটা দামী ছিল ততটা হবে না মদের দাম। সেই তুলনায় বরং কমই থাকবে দাম।'

আবগারি দফতর সূত্রে খবর, অনেক দিন ধরেই মদ প্রস্তুতকারী সংস্থাগুলো দাম বাড়ানোর কথা বলছিলেন। কিন্তু বাজার পড়ে যাওয়ার সম্ভাবনায় সেই প্রস্তাবে অনুমতি দেয়নি আবগারি দফতর। এবার সেই প্রস্তাবে সায় দিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ উৎপাদনমূল্য বাড়িয়ে লেবেলিং হবে বোতল।

এদিকে, রাজ্যের সব উৎপাদনকারীকেই তাদের নিজস্ব ব্র্যান্ডের উৎপাদনমূল্য কতটা বাড়বে, তা শুক্রবার, ৯ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। এরপর ১০ তারিখ থেকে আবগারি দফতর ঠিক করবে কোন ব্র্যান্ডের রাম, হুইস্কি, ভদকা, জিনের কত দাম হবে। সেই মতো বিভিন্ন মাপের বোতল অনুযায়ী দামের তালিকা আগামী ১৫ সেপ্টেম্বরের আগে আবগারি দফতরের পোর্টালে দিয়ে দেওয়া হবে। বাড়বে বিয়ারের দামও।



Follow us on :