২৮ মার্চ, ২০২৪

Weather: তাপমাত্রা বাড়ার সঙ্গেই বৃষ্টির ভ্রুকুটি, বঙ্গের কোন কোন জেলায় দুর্যোগ?
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-25 17:52:14   Share:   

সকাল থেকে রোদের দাপট। বেড়েছে তাপমাত্রার (Temperature) পারদ। বৃষ্টিতে (Rain) কিছুটা স্বস্তি পেলেও ফের গরমে নাজেহাল রাজ্যবাসী। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই বৃষ্টি থেকে রেহাই মিলছে না। রবিবার থেকে নিম্নচাপের (Weather) সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাগুলিতেও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার আগামী দু'দিন  এই পাঁচটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহের কয়েক জায়গাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় আগামী ২৪ ঘণ্টা মেঘলা আকাশ থাকবে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির কাছাকাছি।


Follow us on :