২৫ এপ্রিল, ২০২৪

Weather: মেঘলা আকাশে বৃষ্টির ভ্রূকুটি, কী বলছে পূর্বাভাস?
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-10 12:50:58   Share:   

সকাল থেকে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও কোনও জেলায় হালকা বৃষ্টির (Rain) জেরে তাপমাত্রার (Weather) সামান্য পতন হলেও আশার কথা শোনায়নি হাওয়া অফিস। উপরন্তু তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মার্চ মাসের ২০ তারিখের পর থেকে রেকর্ড গরম পড়ার কথা জানিয়েছে। যদিও আগামী ২৪ ঘণ্টায় উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে কয়েকদিন স্বস্তি পাবেন রাজ্যবাসী।

শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। শনি ও রবিবার বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। অন্যদিকে শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে কলকাতার আবহাওয়াতে খানিকটা  পরিবর্তন এসেছে। রাতের দিতে তাপমাত্রা কিছুটা কমছে। যদিও দিনের বেলায় তাপামাত্রার তেমন হেরফের দেখা যাচ্ছে না। ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তাপমাত্রা কিছুটা কমবে রাজ্যে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।


Follow us on :