হাইকোর্টে অভাবনীয় বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে মুখ্যমন্ত্রীর সময় চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। হাইকোর্টের বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে চান রাজ্যপাল জগদীপ ধনকর। ট্যুইট করে জানান রাজ্যপাল।
WB Guv has urged CM Mamata Banerjee for interaction during the day in view of disturbing and unprecedented worrisome scenario in the precincts of High Court at Calcutta as also the recent spate of heinous crime against women and continual deteriorating law & order in the State. pic.twitter.com/e1hKfMcVg4
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 13, 2022
তবে শুধু হাইকোর্টের বিশৃঙ্খলা নিয়ে একাধিক ধর্ষণের ঘটনা এবং আইনশৃঙ্খলার অবনতির জেরে উদ্বিগ্ন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে আবেদন করেছেন। এদিকে, হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে রাজ্যের ডিজি এবং মুখ্যসচিবের কাছ থেকে ফের রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দু'বার মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব জগদীপ ধনকরের। বুধবার বিকেল ৪টের সময় রাজভবনে ডেকে পাঠানো হয়েছে রাজ্য প্রশাসনের এই দুই শীর্ষকর্তাকে। ট্যুইট করে সে প্রসঙ্গ জানান রাজ্যপাল জগদীপ ধনকর। এদিকে, রাজ্যপালের বিবৃতি দিয়ে আর কিছু হবে না। হয় কিছু করুন, নয়তো রাজ্যপাল চুপ থাকুন। মঙ্গলবার এভাবেই রাজ্যের সাংবিধানিক প্রধানকে কটাক্ষের সুরে বিঁধেছে বিজেপি।
রামনবমীতে হিংসা এবং হাঁসখালি প্রসঙ্গে নালিশ জানাতে সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পরেই ট্যুইটে সরব হয়েছিলেন ধনকর। তিনি লিখেছিলেন, 'রাজ্যের বিরোধী দলনেতা রামনবমীতে রাম ভক্তদের উপর হামলা এবং নদিয়ায় এক কিশোরীর গণধর্ষণ নিয়ে আমাকে অবগত করেছেন। এই দুটি বিষয়ে আমি মুখ্যসচিবের থেকে জবাব চেয়েছি। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, এই দুটি ঘটনা নারীদের উপর হওয়া অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নিদর্শন।'
মঙ্গলবার রাজ্যপালের তলবের পর বুধবার বিকেলের দিকে রাজভবনে পৌঁছন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী এবং রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য।