ব্রেকিং নিউজ
BJP MLA: দুর্ঘটনা নয়, খুনের চক্রান্ত, থানায় অভিযোগ বিজেপির কবিয়াল বিধায়কের
HomestateBJP MLA: দুর্ঘটনা নয়, খুনের চক্রান্ত, থানায় অভিযোগ বিজেপির কবিয়াল বিধায়কের
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-11 12:05:38
গত রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর (ishlampur) শহর থেকে কবিগানের অনুষ্ঠান সেরে কলকাতায় (kolkata) ফিরছিলেন বিজেপি বিধায়ক (MLA) তথা কবিয়াল অসীম সরকার। সেই সময় তাঁর গাড়ি ও একটি পুলিসের গাড়ি দুর্ঘটনার (accident) কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা-বিহার সীমান্তে বিহারের কিষাণগঞ্জ লাগোয়া কানকি পুলিস ফাঁড়ির শেষ প্রান্তে ৩১ নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ওই দুটি গাড়িতে ধাক্কা মারে একটি লরি। সেই ঘটনায় কয়েকজন পুলিসকর্মী সহ বিজেপি বিধায়ক ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন সহশিল্পী আহত হন। তাঁদের বিহারের কিষাণগঞ্জে (kishanganj) চিকিৎসা চলে।
এদিকে একদিন পর হরিণঘাটার বিজেপি বিধায়ক উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার কানকি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপি বিধায়কের দাবি, তাঁকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। আটক লরিটির রেজিস্ট্রেশন নম্বর বারাসতের। এতেই তাঁর সন্দেহ আরও দৃঢ় হয়। তাঁর আরও দাবি, গানের মাধ্যমে উচিৎ কথা বলাতেই তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত করুক সঠিকভাবে।