ব্রেকিং নিউজ
indian-rail-ladies-security-high-court
Indian Rail লোকাল ট্রেনের মহিলা কামরায় সিসি ক্যামেরা লাগানোর আর্জি হাইকোর্টে

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-11-30 15:23:16


লোকাল এবং বাইরের প্যাসেঞ্জার ট্রেনে মহিলাদের সুরক্ষা নিয়ে এবার জনস্বার্থ মামলা হল হাইকোর্টে। ট্রেনের মহিলা কামরার প্রতিটি গেটে সিসি ক্যামেরা বসানোর আবেদন জানানোর পাশাপাশি মহিলা পুলিশ মোতায়েন করারও আর্জি জানানো হয়েছে। মামলাটি করেছেন আইনজীবী মৌসুমী সোম। এই মামলায় রেলের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দেবে রেল।

লোকাল ট্রেনে মহিলাদের জন্য কামরা সুরক্ষিত থাকলেও সেই কামরায় মহিলারাই সুরক্ষিত নয়। এমন অভিযোগ বারবারই উঠেছে। আর সেই কারণে সিসিক্যাম বসানোর দাবি।

ট্রেনে মহিলাদের সুরক্ষার ব্যাপারে কলকাতা হাইকোর্টের পদক্ষেপে খুশি ট্রেনে যাতায়াতকারী মহিলারা। প্রত্যেকেই বলেছেন, নারী সুরক্ষার স্বার্থে ট্রেনে সিসি ক্যামেরা লাগানো অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রস্তাব। সিসি ক্যামেরা শুধু লাগালেই চলবে না, তার রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন রয়েছে।

শিয়ালদহ স্টেশনের বাইরে এক মহিলা যাত্রীও জোর দিলেন সিসি ক্যামেরার ওপর। তাঁর বক্তব্য, রাতে কলেজ ছাত্রী থেকে শুরু করে অফিসযাত্রীদের ফিরতেই হয়। তাঁদের জন্যই এসব বেশি করে ভাবা দরকার। এক যাত্রীর মন্তব্য, ট্রেনে অনেক কিছুই তো চালু করা হয়। কিন্তু রক্ষণাবেক্ষণ হয় না। তাই সিসি ক্যামেরা শুধু লাগালেই চলবে না। সেগুলি যাতে ঠিকঠাক চলে এবং প্রযোজনে কাজে আসে, সেটাও দেখতে হবে।

সব মিলিয়ে মহিলা যাত্রীদের সুরক্ষায় এই প্রস্তাব আদৌ কার্যকর হবে কি না, তা নির্ভর করছে হাইকোর্টের নির্দেশের ওপর। রেলের রিপোর্ট হলফনামা আকারে জমা পড়ার পর জানা যাবে, এ ব্যাপারে তাদের পর্যবেক্ষণ কী।  






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন