ব্রেকিং নিউজ
murder : বধূর রহস্যজনক মৃত্যু, পুলিসের জালে অভিযুক্ত স্বামী
Homestatemurder : বধূর রহস্যজনক মৃত্যু, পুলিসের জালে অভিযুক্ত স্বামী
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-20 17:03:12
মানসিক ভারসাম্যহীন বধূর রহস্যজনক মৃত্যু। মৃতের স্বামীকে মারধোর করে পুলিসের হাতে তুলে দিল এলাকাবাসী। বারাসাত ১৭ নম্বর ওয়ার্ড ঘোলা কাজীপাড়া এলাকার ঘটনা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্ত্রীর উপর অত্যাচার চালাত অভিযুক্ত স্বামী প্রবীর কর। অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে অত্যাচার ছিল নিয়মিত ঘটনা। এমনকি শাশুড়িও মারধর করত বলে অভিযোগ। পরিবারের দাবি, বুধবার রাতে স্বামী বাড়ি ফেরার আগে হঠাৎ ঘরের মেঝেতে পড়ে যায় ওই বধূ। আশপাশের লোককে খবর দিলে তারা এসে দেখে বধূ মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এরপর স্বামী বাড়ি ফিরে এসে চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট তৈরি করে রাতেই বধূর দেহ সৎকার করে।
এলাকাবাসীর অভিযোগ, পরিবারের লোকজন সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মারধরের কারণে গৃহবধূর মৃত্যু ঘটে থাকতে পারে বলে আশঙ্কা তাদের । যদি স্বাভাবিক মৃত্যু হত তাহলে তড়িঘড়ি কেন গৃহবধূর বাপের বাড়ির পরিবারের সদস্যদের না জানিয়ে মৃত্যুর এক ঘণ্টার মধ্যে চিকিত্সকের থেকে ডেথ সার্টিফিকেট এনে দেহ পুড়িয়ে ফেলা হল?
মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার সকালে ছুটে আসে গৃহবধূর বাপের বাড়ির সদস্য। এরপরেই এদিন সকাল থেকে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। অভিযুক্তকে মারধোর করে খবর দেয় বারাসাত থানার পুলিসকে। ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় বারাসাত থানার পুলিস। গৃহবধূর মৃত্যু পিছনে অন্য কোনও কারণ রয়েছে কীনা তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিস। অভিযুক্ত স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত গৃহবধূর দাদা।