সল্টলেকে বন দফতরের জমি জবরদখল। জমি দখল করে ঘরবাড়ি করার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। তাঁদের উঠে যেতে বললে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় শুরু হয় বিক্ষোভ। ঘটনায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। প্রচুর মানুষের জমায়েত হয় ওই এলাকায়। তবে যাঁরা জবরদখল করতে এসেছিলেন, তাঁরা কেউই স্থানীয় বাসিন্দা নন বলেই জানা যায়। পরিস্থিতি উত্তপ্ত হলে হাজির হয় বিধাননগর উত্তর থানার পুলিস।
দখলদারি কার মদতে হচ্ছে, এই প্রসঙ্গে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এই বিষয়ে আমি কিছু জানি না। আপনাদের কাছে থেকে বিষয়টা জানলাম। বিষয়টি মেয়রকে জানালাম। সঙ্গে প্রশাসনকেও জানানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, "ওই জায়গা বন দফতরের। তাই বন দফতর ব্যবস্থা নেবে।"
অন্যদিকে জমি দখলে অভিযুক্তরা জানান, তাঁদের মধ্যে কেউ এসেছেন সুন্দরবনে বাঘের হানা থেকে বাঁচতে, তো কেউ এসেছেন অর্থের অভাবে। ভাড়া না দিতে পেরে এখানে এসে ঠাঁই হয়েছে তাঁদের মধ্যে অনেকেরই। তাই সরকারের কাছে কাতর আবেদন, তাঁদের একটু থাকার মতো জায়গা দেওয়া হোক।