ব্রেকিং নিউজ
Hospital হাসপাতালের মধ্যেই ডিজে বাজিয়ে পিকনিক, বিতর্কে ধূপগুড়ি হাসপাতাল
HomestateHospital হাসপাতালের মধ্যেই ডিজে বাজিয়ে পিকনিক, বিতর্কে ধূপগুড়ি হাসপাতাল
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-26 18:49:52
হাসপাতাল সাইলেন্স জোন। এখানে ভর্তি থাকেন সাধারণ থেকে শুরু করে বহু মুমূর্ষু রোগীও। অথচ তাঁদের ব্যাপারে গাছাড়া মনোভাব খোদ হাসপাতাল কর্তৃপক্ষেরই। তা না হলে বড়দিনে হাসপাতালের মধ্যেই কীভাবে তারস্বরে মাইক বাজিয়ে পিকনিক চলে? আর তা নিয়ে অভিযোগ জানাতে গেলে শুনতে হয় হুমকি?
এমনই অভিযোগ উঠেছে ধূপগুড়ি হাসপাতাল নিয়ে। হাসপাতাল চত্বরে উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে পিকনিক চলল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। অতিষ্ঠ রোগী ও তাঁদের আত্মীয়রা।
বড়দিন উপলক্ষে গতকাল সন্ধ্যা সাতটা থেকেই উচ্চস্বরে মাইক বাজিয়ে হাসপাতাল চত্বরের মধ্যেই পিকনিকের আয়োজন করা হয় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের তরফে।
অভিযোগ বারবার ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলা সত্ত্বেও তিনি বন্ধ করেননি। পাল্টা হুমকি দিয়েছেন কী করার আছে করুন, অভিযোগ এমনটাই। এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। হাসপাতালে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যাঁদের উপর, তাঁরা এই ধরনের কাজ করায় রীতিমতো প্রশ্ন উঠছে। ঘটনা নিয়ে স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এবার শোনা যাক, ভুক্তভোগীরা কী বলছেন।
বোঝাই যায়, কী অসুবিধার মধ্যেই না তাঁদের পড়তে হয়েছে। এমনকী তাঁদের অভিযোগে কর্ণপাত পর্যন্ত করা হয়নি। এখন দেখার, উর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয় কি না।