অগ্নিপথ বিক্ষোভের জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নবান্নকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রেল স্টেশন, জাতীয় সড়ক, সরকারি অফিসগুলিতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে। অগ্নিপথ নিয়োগ প্রকল্প প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে চলছে ব্যাপক আন্দোলন।
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছাড়াও প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকেও চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। নিরাপত্তা বাড়ানোর জন্য সতর্কতা দিয়েও কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের পুলিশ কমিশনারদেরও চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে, অগ্নিপথের আঁচে বিহারের ৩৮ টি জেলার মধ্যে ১৮ টি জেলাতেই বন্ধ করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ট্যুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমগুলি।
লক্ষ্য একটাই, গুজব বা উত্তেজনা ছড়ানোয় লাগাম পরানো। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, মূলত যে সব জায়গায় ট্রেন এবং বাস জ্বালানোর মতো ঘটনা ঘটেছে, সেইসব জায়গাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।