২০ এপ্রিল, ২০২৪

CBI: নিশীথের গাড়ি ভাঙচুরে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-28 16:06:40   Share:   

নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) গাড়ি ভাঙচুরের ঘটনায় সিবিআই (Cbi) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (High Court)। মঙ্গলবার এই মামলার শুনানিতে হাইকোর্ট, তদন্তভার দেয় সিবিআইকে। সূত্রের খবর, ২৫ শে ফেব্রুয়ারি দিনহাটার বুড়িরহাট এলাকায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমানিকের গাড়ির উপর হামলা চালানো হয়। ওই ঘটনাতেই এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। ওইদিন দিনহাটার বুড়িরহাট এলাকায়, এক বিজেপি কর্মীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

অভিযোগ, রাস্তায় কিছু দুষ্কৃতী তাঁর গাড়ি ভাঙচুর করে। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও অভিযোগ, এই ঘটনায় পাল্টা বিজেপি কর্মীদেরই গ্রেফতার করে পুলিস। ৪৮ জন বিজেপি কর্মী নেতাদের বিরুদ্ধে পুলিস মামলা করেছিল বলেই বিজেপির অভিযোগ। এরপরেই নিশীথ প্রামানিক বিচার চেয়ে ও তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়। সেই মামলায় মঙ্গলবার, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সিবিআইকে ওই হামলার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বলেই সূত্রের খবর।


Follow us on :