হাঁসখালি ধর্ষণ-কাণ্ডে রাজ্যের ডিজি এবং মুখ্যসচিবের কাছ থেকে ফের রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দু'বার মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব জগদীপ ধনকরের। বুধবার বিকেল ৪টের সময় রাজভবনে ডেকে পাঠানো হয়েছে রাজ্য প্রশাসনের এই দুই শীর্ষকর্তাকে। ট্যুইট করে সে প্রসঙ্গ জানান রাজ্যপাল জগদীপ ধনকর। এদিকে, রাজ্যপালের বিবৃতি দিয়ে আর কিছু হবে না। হয় কিছু করুন, নয়তো রাজ্যপাল চুপ থাকুন। মঙ্গলবার এভাবেই রাজ্যের সাংবিধানিক প্রধানকে কটাক্ষের সুরে বিঁধেছে বিজেপি।
Chief Secretary @chief_west and DGP @WBPolice have been called upon to brief Governor Shri Jagdeep Dhankhar latest by 4 PM on April 13 on the shameful rape and death case #Hanskhali of 14 year old minor girl and incidents of attacks on #RamNavami religious processions at Howrah. pic.twitter.com/oCHEcQY0Iq
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 12, 2022
রাম নবমীতে হিংসা এবং হাঁসখালি প্রসঙ্গে নালিশ জানাতে সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পরেই ট্যুইটে সরব হয়েছিলেন ধনকর। তিনি লিখেছিলেন, 'রাজ্যের বিরোধী দলনেতা রামনবমীতে রাম ভক্তদের উপর হামলা এবং নদিয়ায় এক কিশোরীর গণধর্ষণ নিয়ে আমাকে অবগত করেছেন। এই দুটি বিষয়ে আমি মুখ্যসচিবের থেকে জবাব চেয়েছি। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, এই দুটি ঘটনা নারীদের উপর হওয়া অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নিদর্শন।'
এই ট্যুইটের পরেই রাজ্যপালকে খোঁচা দেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'রাজ্যের মানুষ আর আপনার বিবৃতি শুনতে চাইছে না। হয় কিছু করুন, না হয় চুপ থাকুন। রাজ্যপালের এই পদক্ষেপ যথেষ্ট নয়। শুধু বিবৃতি দিয়ে আর কাজ হবে না।'
তবে বিজেপির এহেন আক্রমণের পরেও একটি ট্যুইট করেছেন জগদীপ ধনকর। তিনি লিখেছেন, 'নিন্দনীয় ধর্ষণের তদন্ত চলাকালীন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি যখন বিচারকের ভূমিকায়, তখন নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করবে। কারণ পুলিস সেই ব্যক্তির মন্তব্যকেই অনুসরণ করবে।'