ব্রেকিং নিউজ
governor-dhankar-inaugurates-two-days-long-bgbs-in-new-town-in-presence-of-cm-mamata
Bengal: 'মমতার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলা', বাণিজ্য মঞ্চে দরাজ ধনকর, কী বললেন মুখ্যমন্ত্রী

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-04-20 16:04:17


নিউ টাউনে দু'দিন ব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankar। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)-সহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা এবং ১৯টি দেশের প্রায় আড়াইশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদিন মঞ্চে দেখা গিয়েছে গৌতম আদানি, নিরঞ্জন হীরানন্দানি, সঞ্জীব গোয়েঙ্কা-সহ একাধিক শিল্পপতিকে। এদিন উদ্বোধনী ভাষণে গোপালকৃষ্ণকে গোখলের মন্তব্যকে উদ্ধৃত করেন রাজ্যপাল। তিনি বলেন, 'গোপালকৃষ্ণ গান্ধী বলে গিয়েছেন আজ বাংলা যা ভাবে, গোটা দেশ আগামি দিনে সে কথা ভাবে। প্রধানমন্ত্রী মোদীও তাই বলেছেন। দেশের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার ক্ষমতা আছে বাংলার। দেশের পূর্ব প্রান্তের অর্থনৈতিক হাব হবে বাংলা।'

মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে ধনকর বলেছেন, 'বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। বিনিয়োগের জন্য বাংলা আদর্শ জায়গা। মানব সম্পদে বাংলা এগিয়ে। বাংলা ঐতিহ্য-সংস্কৃতির ভূমি। আগামি দিনে উন্নয়নের পথ দেখাবে বাংলা।' এদিকে, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বলতে উঠে মুখ্যমন্ত্রী প্রথমেই সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তাঁর বিনিয়োগকারীদের প্রতি তাঁর আবেদন, 'আপনারা আসুন, কাজ করতে কোনও অসুবিধা হবে না।'

মুখ্যমন্ত্রীর দাবি, 'জিডিপিতে দেশের চেয়ে রাজ্যের হার বেশি। এই রাজ্যে একটাও কর্মদিবস নষ্ট হয় না। আমাদের রাজস্ব আয় ৪% বেড়েছে। বাজেটে বরাদ্দ বেড়েছে ৩.৮%। সামাজিক সুরক্ষা প্রকল্পে বাংলা এক নম্বরে। ১০০ দিনের কাজ, এমএসএমই শিল্পে বাংলা এক নম্বরে। দক্ষতা বৃদ্ধি এবং ই-টেন্ডারিংয়ে অনেক এগিয়ে বাংলা।'

এদিন মমতা সরকার গৃহীত সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর ভূমিকায়। এদিন আর কী বললেন মুখ্যমন্ত্রী?

১ ) করোনাকালে আমরাই প্রথম এই সম্মেলন করছি

২) করোনার জন্য গত দু'বছর এই সম্মেলন বন্ধ ছিল

৩) গত পাঁচ বছরের বাণিজ্য সম্মেলন থেকে ১২ লক্ষ কোটির বিনিয়োগ এসেছে

৪) ৮ স্তম্ভের উপর বাংলার উন্নয়ন দাঁড়িয়ে (পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ইত্যাদি)

৫) পরিকাঠামো উন্নয়নে ১৮ হাজার কোটি খরচ

৬) মহিলা স্বনির্ভরতায় বাংলা এগিয়ে,

৭) আমাদের ৩৮% নির্বাচিত জনপ্রতিনিধি

৮) সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

৯) একতা আমাদের শক্তি, বাংলার ভূমি মণীষীদের, স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন