অন্তর্বাসের মধ্যে লুকিয়ে সোনা পাচারের ছক। যদিও হল না শেষ রক্ষা। মাঝপথেই ডিআরআই-এর গোয়েন্দাদের হাতে ধরা পড়ল এক পাচারকারী। তার হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ২০টি সোনার বিস্কুট। যার আনুমানিক ওজন প্রায় ৩ কেজি ৩২০ গ্রাম। ঘটনায় তদন্ত শুরু করেছে ডিআরআই। বাজেয়াপ্ত করা সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭১ লক্ষ ৮৭ হাজার ৬৪০ টাকা। তবে ওই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল বা আর কে কে এই ঘটনায় জড়িত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ শুরু হয়েছে তদন্ত।
ডিআরআই সূত্রে খবর, ধৃতের নাম অমিত সাও। সে হাওড়ার বাসিন্দা। জানা গিয়েছে, সড়কপথে মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়েছিল সে। একটি বেসরকারি বাসে করে শিলিগুড়ি আসার পথে ডিআরআইয়ের গোয়েন্দাদের হাতে ধরা পড়ে। শিবমন্দির এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। এরপর তল্লাশি চালাতেই বাজেয়াপ্ত হয় একের পর এক সোনার বিস্কুট। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুলিশ ও গোয়েন্দাদের নজর এড়াতে সেগুলি অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রেখেছিল ধৃত।