
CN Webdesk

শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩ Share:
বাস্তবায়নের পথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ঘাটাল মাস্টারপ্ল্যান। এই প্রকল্প রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মিলেছে দ্বিতীয় পর্যায়ে আর্থিক অনুমোদন। এমনকি, এই মাস্টার প্ল্যান রূপায়ণে কেন্দ্রের তরফে দেওয়া প্রস্তাবে রাজ্য সরকার রাজি বলেও নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পে ৬০ শতাংশ অর্থ দেবে কেন্দ্র, ৪০ শতাংশ অর্থ দেবে রাজ্য।এভাবে আর্থিক অনুমোদনের পর ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণে জোর তৎপরতা নবান্নে। দ্রুত ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু করতে কেন্দ্রকে আর্জি জানাতে চলেছে মমতার সরকার। জানা গিয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প রূপায়ণে খরচ হবে প্রায় ১২০০ কোটি টাকা। প্রকল্পের কাজে ইতিমধ্যেই ৫০০ কোটি টাকা খরচ করেছে রাজ্য। সেই খরচের তথ্য কেন্দ্রকে জানিয়েছে রাজ্য সরকার।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on : 
