ব্রেকিং নিউজ
Food Poison রাতের খাবার খেয়ে মর্মান্তিক মৃত্যু, অসুস্থ বাড়িরই আরও ৩
HomestateFood Poison রাতের খাবার খেয়ে মর্মান্তিক মৃত্যু, অসুস্থ বাড়িরই আরও ৩
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-29 15:01:46
খাবার খেয়ে একই পরিবারের অসুস্থ ৩, মৃত ১। জলপাইগুড়ি জেলার শহুডাঙ্গি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে মা নমিতা রায়, মেয়ে তনুশ্রী রায়, ছেলে অন্যতম রায় ও ছেলের বউ মনীষা রায় রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। বেশ কিছুক্ষণ পর থেকেই চারজনের পর পর পেটে ব্যথা, বমি হতে শুরু হলে সকলেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চারজনের চিকিৎসা শুরু হয়। তবে আর্থিক অবস্থা ভালো না থাকার দরুণ সেখান থেকে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
রবিবার রাতে ও সকাল পর্যন্ত মেয়ে তনুশ্রী রায় ঠিক ছিল বলে জানা গেছে। সকালের দিকে পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন তিনি। কিন্তু হঠাৎ রাতের দিকে তনুশ্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে মঙ্গলবার ভোররাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তনুশ্রী। মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া।
কী কারণে এই ঘটনাটি ঘটল, এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু বোঝা সম্ভব হয়নি। তবে পরিবারের লোকেদের দাবি, খাবারে বিষক্রিয়া হওয়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে।