মাঝ আকাশে ঝড়ের কবলে মুম্বই থেকে অন্ডালগামী বিমান। শেষ পাওয়া খবর, দশ থেকে পনেরো জনের মতো আহত। এক মহিলার মাথা ফেটেছে। অন্ডাল মোড়ের বেসরকারি এক নার্সিংহোমে চিকিৎসাধীন। আহতদের একজনকে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
জানা গিয়েছে, মাঝ আকাশে ঝড়ের জন্য বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। চল্লিশ জন কমবেশি আহত। দশজনকে প্রাথমিক চিকৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। ১৮০ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে সন্ধ্যা ৭.৪৫মিনিট নাগাদ অবতরণ করে। জানা যাচ্ছে, মাঝআকাশে ঝড়ের জন্য দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিমানের ডানার একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়াতে এই বিপত্তি।