বৃহস্পতিবার ময়নাগুড়ি-দোমহনির মাঝে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস।দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে সিগনাল বা পয়ন্টের সমস্যা নয়, লাইনের ত্রুটি থেকেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর ধারণা রেল আধিকারিকদের। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন চিফ রেলওয়ে সেফটি অফিসার। ইঞ্জিনে সমস্যা থাকতে পারে বলে জানিয়েছিলেন রেলমন্ত্রী, ঘটনাস্থলে এসে ইঞ্জিন পরিদর্শন করেন সি আর এস লতিফ খান। এই ঘটনার সঙ্গে যুক্ত সকলকেই ডেকে পাঠানো হবে বলে জানান তিনি। শনিবার থেকেই শুরু হবে তদন্ত প্রক্রিয়া।
ময়নাগুড়িতে রেল দুর্ঘটনায় চালক এবং কো-পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জিআরপিতে অভিযোগ দায়ের করে এক আহতেরপরিবার। এক পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তম রায় নামে এক যাত্রী অভিযোগ দায়ের করেছেন। তিনি ও পরিবারের অন্য়ান্য় সদস্য়রা রাজস্থানের জয়পুর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। তিনি নিজে আহত হন, তাঁর ছেলের মাথা ফাটে এবং বহু যাত্রী মারা যান,গুরুতর আহতের সংখ্য়াও অনেক। লোকো পাইলট এবং কো-পাইলটের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, প্রবল গতিতে ট্রেন চালানোর অভিযোগ করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ২৭৯, ৩৩৭, ৩৩৮, ৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, ভেঙে পড়া ট্র্যাকশন মোটর পরীক্ষার জন্য ফরেনসিক দফতরে পাঠানো হচ্ছে। লাইনকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার কাজ চলছে।