ব্রেকিং নিউজ
Fake vaccination worker এবার ভুয়ো মহিলা টিকাকর্মীর হদিশ, আতঙ্কিত শিশুদের অভিভাবকরা
HomestateFake vaccination worker এবার ভুয়ো মহিলা টিকাকর্মীর হদিশ, আতঙ্কিত শিশুদের অভিভাবকরা
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-16 18:26:27
এবার ভুয়ো মহিলা টিকাকর্মীর হদিশ। একটি সংস্থার কর্মী বলে এতদিন নিজের পরিচয় দিতেন। টাকার বিনিময়ে শিশুদের টিকাও দিতেন তিনি। যদিও ওই সংস্থার পক্ষ থেকে ওই নামে কোনও কর্মী নেই বলে দাবি করা হয়। বিষয়টি বুঝতে পেরে থানার দ্বারস্থ হন আতঙ্কিত শিশুদের অভিভাবকরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জে।
অভিভাবকদের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের ভ্যাক্সিন দিয়ে আসতেন শহরের দেবীনগরের বাসিন্দা সর্বাণী সরকার নামে এক মহিলা। তিনি নিজেকে রায়গঞ্জ ক্যারিটাসের ওয়াইএমএ নামে একটি ভ্যাক্সিন প্রদানকারী বেসরকারি সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে শিশুদের শৈশবকালীন ভ্যাক্সিন দিতেন বলে অভিযোগ। আর শহরের সংস্থার নাম করায় অভিভাবকদের বিশ্বাসও অর্জন করেছিলেন ওই মহিলা।
এদিকে কয়েকটি ডোজ দেওয়ার পরে চিকিৎসকদের সাথে পরামর্শ করলে সন্দেহ হয় অভিভাবকদের৷ এরপর ওই মহিলার সাথে কথা বললে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ আরও বাড়ে। বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে গেলে তিনি যে আদৌ কোনও সংস্থার কর্মী নন, তা প্রকাশ্যে আসে বলে জানান শিশুদের অভিভাবকেরা। আর এতেই এতদিন ধরে কিভাবে দুই বিশ্বস্ত ভ্যাক্সিন প্রদানকারী সংস্থার নাম ভাঁড়িয়ে ওই মহিলা শিশুদের ভ্যাক্সিন দিয়ে আসছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সেইসঙ্গে তাঁর দেওয়া শিশুদের ভ্যাক্সিনের গুণাগুন নিয়েও যথেষ্টই সন্দিহান অভিযোগকারীরা। এমত অবস্থায় শিশুদের শারীরিক অবস্থা নিয়েও রীতিমত আতঙ্কিত বলে তাঁরা জানান। এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে ওই দুই সংস্থার পক্ষ থেকে ওই নামে তাদের কোনও টিকাকর্মী নেই বলে দাবি করা হয়। পাশাপাশি দুই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও পুলিসি তদন্তে আসল রহস্য উদ্ঘাটিত হোক বলে দাবি করা হয়। যদিও এই বিষয়ে অভিযুক্ত মহিলা কোভিড আক্রান্ত বলে জানা গেছে, সে কারণে তাঁর সাথে যোগাযোগ করা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় ক্যারিটাস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জায়গায় ওয়াইএমএ (ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন) নামে অপর আরেকটি সংস্থার পক্ষ থেকে বেসরকারিভাবে টাকার বিনিময়ে শিশুদের টিকা দেওয়া হয় এবং একমাত্র ওই টিকাকেন্দ্র ছাড়া বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হয় না বলেও স্পষ্ট জানানো হয়। তবে রায়গঞ্জ শহর জুড়ে এই ধরনের জাল চক্র সক্রিয় আছে এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন শিশুদের অভিভাভকরা এবং ওই দুই সংস্থাও।