১৯ এপ্রিল, ২০২৪

Siliguri: পুলিস সেজে টাকা হাতানোর অভিযোগ, বিধান মার্কেটে গ্রেফতার যুবক
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-31 16:16:45   Share:   

পুলিসের পোশাক পরে প্রতারণার (Fraud Case) অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্তর নাম সৌরভ দে। ধৃত যুবক শিলিগুড়ির (Siliguri) চয়নপাড়ার বাসিন্দা। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়েছে। সোমবার দুপুর ২টো নাগাদ দার্জিলিংয়ের বাসিন্দা এক ব্যক্তি শিলিগুড়ি আসেন, বিধান মার্কেটে কিছু কেনাকাটা করতে। অভিযোগ, ওই সময় ধৃত সৌরভ দে এবং তাঁর এক সঙ্গী ওই ব্যক্তির পিছু নেয়। সৌরভ দে ও তাঁর সঙ্গীর পরনে ছিল খাকি রঙের প্যান্ট ও জ্যাকেট (Police Dress)। কিছুক্ষণ ওই অচেনা ব্যক্তির পিছু নেওয়ার পর তাঁর ব্যাগে একটি নুনের প্যাকেট দিয়ে দেন অভিযুক্ত দুই।

এরপর ওই ব্যক্তিকে জানানো হয়, তাঁর ব্যাগে মাদকদ্রব্য আছে, এই বলে ব্যাগের তল্লাশি নেয় দুই যুবক। তল্লাশির নাম করে ব্যক্তির ব্যাগ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা স্থানীয় মানুষের নজরে আসতেই তাঁরা দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সুযোগ পেয়ে দু'জনের মধ্যে একজন পালান। কিন্তু সৌরভকে  স্থানীয় বাসিন্দারা আটক করেন।  পুলিস সূত্রে খবর,'শিলিগুড়ি থানার অধীনে পানিটাঙ্কি টাউন আউট পোস্টের পুলিস সোমবার ওই যুবককে গ্রেফতার করেছে। কিন্তু তাঁর সহযোগীকে এখন ধরা যায়নি।' ধৃতর সঙ্গীকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিস।


Follow us on :