ব্রেকিং নিউজ
Murder বিধবা মহিলার সঙ্গে পরকীয়ার জের, প্রেমিককে কুপিয়ে খুন
HomestateMurder বিধবা মহিলার সঙ্গে পরকীয়ার জের, প্রেমিককে কুপিয়ে খুন
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-10 19:06:32
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ মহিলার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে রবিবার রাতে। উঃ দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ইকরচলা কালীবাড়ি এলাকার ঘটনা। ঘটনাস্থলে যায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিস।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, এক বিধবা মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বছর ৪৫-এর শঙ্কর রায় নামের এক ব্যক্তি। তা মানতে নারাজ মহিলার পরিবার। তার জেরেই প্রেমিককে কুপিয়ে খুনের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এমনই অভিযোগ মৃতের পরিবারের।
মৃতের পরিবার আরও জানায়, মাঝে মাঝেই শঙ্কর রায় মহিলার হোটেলে যেতেন। তবে, সেই সম্পর্ক মানতে না পেরেই রবিবার মহিলার ২ ভাইপো সেই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন। মৃতের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এমনকি ওই ব্যক্তির হাতের শিরা কেটে দেওয়া হয়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। পুলিসের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে মহিলার দুই ভাইপো। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।
ইতিমধ্যেই মহিলাকে আটক করেছে পুলিস। তবে, পলাকত মহিলার দুই ভাইপো। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।