ফের আর্থিক প্রতারণার অভিযোগ। কাঠগড়ায় নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। সেই সময় স্কুলশিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল তেহট্টের বিধায়কের বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযোগকারীরা অভিষেক বন্দ্যোপাধ্যাযের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, তাপস সাহা ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়ার বিধায়ক থাকাকালীন বিভিন্নজনের কাছ থেকে বিভিন্ন দফতরে চাকরি দেওয়া ও রেশন ডিলারশিপ দেওয়ার নাম করে প্রচুর টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগকারীদের দাবি, একাধিকবার টাকা ফেরত চাইলেও উনি দেননি। কয়েকদিন আগে প্রতারিতরা তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়কে লিখিত অভিযোগ জানিয়েছেন। এমনকী টাকা ফেরত না পেলে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন তাঁরা।
অন্যদিকে তাপস সাহার সঙ্গে একাধিক অভিযোগকারীর কথোপকথনের অডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এমনকি আর্থিক লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়েছে।
অমৃত ব্যাপারি নামের এক অভিযোগকারী বলেন, তাপস সাহা তাঁকে রেশন ডিলারের লাইসেন্স ও ছেলের চাকরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কারণে তাপস সাহার কথামতো তাঁর সহকারীর কাছে প্রায় ২৬ লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত তিনি চাকরিও করে দিতে পারেননি, রেশন ডিলারের লাইসেন্সও করে দিতে পারেননি। বারবার টাকা ফেরত চেয়েও ফেরত পাওয়া যায়নি।
একই অভিযোগ করিমপুর ২ ব্লকের আইএনটিটিইউসি-র সভাপতি সাইফুল শা মণ্ডলের। তাঁর অভিযোগ, তাঁর ভাগ্নে সহ ৪ জনের কাছে থেকে তাপস সাহা দু'বছর আগে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছিলেন। চাকরি তো হয়ইনি, উপরন্তু টাকা ফেরৎ চাইতে গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এরজন্য অভিষেক বন্দোপাধ্যায় সহ বিভিন্নজনকে অভিযোগ জানানো হয়েছে। এই টাকা না পেলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না বলে জানান তিনি।
পুরোটাই মিথ্যা অভিযোগ। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দলেরই একাংশ। দলকে সব জানিয়েছেন বলে জানান বিধায়ক তাপস সাহা।