২০ এপ্রিল, ২০২৪

Attack: ৭২ ঘণ্টায় ঝাড়গ্রামে হাতির হানায় মৃত ৪, তছনছ ঘরবাড়িও
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-21 16:26:04   Share:   

হাতির হামলায় (Elephant Attack) একদিনে মৃত্যু ২ জনের। গত তিন দিন ধরে হাতির আক্রমণে ঝাড়গ্রাম জেলার তিনটি ব্লকে চারজনের মৃত্যু (Death) হয়েছে। এমনকি হাতির হামলাতে এলাকার ছয়টি বাড়ি ভেঙে তছনছ হয়ে গিয়েছে। তাই গোটা ঝাড়গ্রাম (Jhargram) জেলা জুড়ে হাতির হামলায় আতঙ্কে এলাকাবাসীরা।

সোমবার রাত ৯টা নাগাদ প্রথমে হাতি হামলা চালায় ঝাড়গাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায়। সেই এলাকারই এক যুবক হাতির হামলায় মারা যান। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সুজিত মাহাত। ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি অঞ্চলের ইন্দখাড়া গ্রামের বাসিন্দা। সোমবার রাতে কাজ সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলো সে। তখনই রাস্তায় তাঁর উপর হাতি হামলা করে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় দুটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে সোমবার রাতে হাতির হামলায় ওই যুবকের মৃত্যুর ঘটনাটি ঘটে। ওই ঘটনার ফলে এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কাও ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনা রেস কাটতে না কাটতে সেই রাতেই প্রায় ১০টা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের বালিয়া গ্রামে খাবারের সন্ধানে পাঁচটি হাতি তাণ্ডব শুরু করে। সেই সময় বাড়ির উঠোনের সামনে দাঁড়িয়ে ছিলেন প্রায় ৬৫ বছর বয়সী বৃদ্ধা নমিতা মাহাতো।  বৃদ্ধাকে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয় হাতির দলটি। পরে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। চোখের সামনে বৃদ্ধার মৃত্যু দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গোটা বালিয়া গ্রামের বাসিন্দারা।

আরেকটি হাতির দল বেলতলা এলাকায় খাবারের খোঁজে দোকানে তান্ডব চালায় দোকানের দরজা ভেঙে সাবার করে আলু সহ খবারের নানা জিনিস। রবিবার সকালে নয়াগ্রাম ব্লকের নিগুই জঙ্গলে ২৪ বছর বয়সী দময়ন্তী মাহাতো নামে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটে। কিছু ঘন্টার ব্যবধানেই রবিবার রাতে হাতির হামলায় আহত সাঁকরাইল ব্লকের কুলটিকরি ঘোড়াপাড়ার বাসিন্দা জিতু হেমব্রমের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়।

হাতির হামলায় পর পর মৃত্যুর মিছিল অব্যাহত ঝাড়গ্রাম জেলায়। তবে এই গোটা বিষয়টি ইতিমধ্যেই বন দফতরকে জানানো হয়েছে।


Follow us on :