ব্রেকিং নিউজ
Dog অমানবিকতার নিদর্শন! পিঠে ধারালো অস্ত্র গাঁথা অবস্থায় ঘুরে বেড়াল পথকুকুর
HomestateDog অমানবিকতার নিদর্শন! পিঠে ধারালো অস্ত্র গাঁথা অবস্থায় ঘুরে বেড়াল পথকুকুর
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-24 19:14:45
মানবিকতা কি হারিয়ে যাচ্ছে? বীরভূমের সাঁইথিয়ার ষাটপলসা গ্রামের ঘটনা দেখে তা মনে হতেই পারে। দিন দুয়েক ধরে শরীরে ধারালো অস্ত্র গেঁথে থাকা অবস্থায় গ্রামে ঘুরে বেড়াচ্ছে এক পথকুকুর। কে বা কারা কুকুরটিকে কাস্তে ধরনের একটি ধারালো অস্ত্র ছুঁড়ে মারে বলে অভিযোগ। কুকুরটির পিঠে একেবারে আড়াআড়ি ভাবে সেটি গেঁথেছিল। নিদারুণ যন্ত্রণায় কাতরালেও কুকুরটির পিঠ থেকে কাস্তেটি খোলা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা ওই কুকুরটিকে ষাটপলসা গ্রামে ধারালো অস্ত্র মারা অবস্থায় ঘুরে বেড়াতে দেখে। পরে খবর দেয় সিউড়ির পশুপ্রেমী সদস্যদের। খবর পেয়ে শুক্রবার সকালে ওই পথ কুকুরকে উদ্ধার করে সিউড়ির পশু হাসপাতালে নিয়ে যান পশুপ্রেমী সংস্থার সদস্যরা।সেখানে কুকুরটির চিকিৎসা শুরু হয়। কাস্তের আঘাতে কুকুরটির পিঠে গভীর ক্ষত তৈরি হয়েছে।
কে বা কারা এবং কী কারণে কুকুরের ওপর এই ধরনের অমানবিক অত্যাচার করেছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও সাধারণ মানুষ ও পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা করেন। দিনদিন পথ কুকুরের ওপর এই ধরনের অত্যাচার বেড়েই চলেছে বলে দাবি পশুপ্রেমীদের। পাশাপাশি পথকুকুরের সঙ্গে এই আচরণে ক্ষুব্ধ ষাটপলসা গ্রামের বহু বাসিন্দা। তাঁদের মতে, এলাকার পথকুকুরদের উপর এ ধরনের অত্যাচার দিন দিন বাড়ছে। তবে কি মানবিকতা হারাচ্ছেন সাঁইথিয়ার একাংশ বাসিন্দা? আর একটু কি মানবিক হওয়া যায় না, প্রশ্ন পশুপ্রেমীদের।