ব্রেকিং নিউজ
Fertilizer: জলপাইগুড়িতে সার নিয়ে কালোবাজারির অভিযোগ
HomestateFertilizer: জলপাইগুড়িতে সার নিয়ে কালোবাজারির অভিযোগ
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-11-28 18:30:42
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ কিষাণ মান্ডি সহ একাধিক জেলায় সহায়ক মূল্যে ধান বিক্রিতে সমস্যায় পড়তে হয়েছিল চাষিদের। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেও দেখা গিয়েছিল তাঁদের।
এবার সারের কালোবাজারির অভিযোগ। ঘটনাটি জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের ডাউকিমারি ছোটকালি এলাকার। প্রায় তিনঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকরা।
জানা যায়, ধুপগুড়িতে প্রচুর পরিমাণে আলুর চাষ হয়। তার জন্য প্রয়োজন প্রচুর সারের। দিনকয়েক ধরেই ধুপগুড়িতে সারের কালোবাজারি নিয়ে অভিযোগ উঠছে। অভিযোগ, চাহিদার সুযোগ নিয়েই কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। ন্যায্য দামে সার কিনতে গেলে সার নেই বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে চাষিদের।
অপরদিকে দ্বিগুণ দাম দিলেই মিলছে সার। ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে দরিদ্র প্রান্তিক চাষিদের। আর এর জেরেই ক্ষুদ্ধ হয়ে রবিবার ডাউকিমারি এলাকার রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
চাষিদের দাবি, আগের বছর সার ১০০০ টাকা দিয়ে কিনেছিলেন। এবছর তা বেড়ে দাঁড়ায় ১২৫০ টাকা। সেই সারই এখন ২৫০০ টাকা করে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। কৃষি দপ্তরের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি কিছুই। কৃষি দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়েও কিছুই সুরাহা মেলেনি। একই দামে বিক্রি হচ্ছে সার। গরিব কৃষকরা, যাঁরা ২-৪ বিঘায় চাষ করবেন বলে ভাবছেন, তাঁরাও সমস্যায় পড়ছেন। এককথায় সাধ্যের বাইরেই হয়ে উঠছে সার কেনা।
খবর পেয়ে ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিস এসে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কথা বলে। পুলিসের আশ্বাস পেয়ে প্রায় তিনঘন্টা পর অবরোধ তুলে নেন কৃষকরা।