LATEST NEWS
29 May, 2023

Bhatpara: অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি, লাঠিচার্জ
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০২-২৭ ১২:০২:২৭   Share:   

ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার বিজেপি সাংসদ অর্জুন সিং। সেখানে এবার বিজেপি প্রার্থী করেছিল সৌরভ সিংকে। সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং। কিন্তু নির্বাচনের আগেই শেষ মুহূর্তে বিজেপি সাংসদের ভাইপো সৌরভ সিং দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে দলীয় প্রার্থী না থাকায় ভোট দিতে পারলেন না ভাটপাড়ার দাপুটে নেতা অর্জুন সিং।

কিন্তু ভাটপাড়ার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষিপ্ত ঘটনার খবর কানে আসতেই তিনি বাড়ি থেকে বেরোন। তারপরই বিজেপি সাংসদ অর্জুন সিংকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভ ও ইটবৃষ্টির অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিসের লাঠিচার্জ। ব্যারাকপুরের বিজেপি সাংসদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টা করছে শাসকদল। পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন তিনি।

Ad code goes here

ব্যাপক উত্তেজনা ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের জগদ্দল ৯ নম্বর গলির গণেশ প্রাইমারি স্কুলে। রবিবার ভোটের দিন সকাল ১০ টা নাগাদ তৃণমূল প্রার্থীর ছেলে ভুয়ো ভোটারদের লাইনে দাঁড় করায়। সেই সময় বিজেপি প্রার্থী সাধনা সিংয়ের ছেলে অঞ্জন সিং ভুয়ো ভোটারদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই দুপক্ষের মধ্যে বচসা বেধে যায়। জগদ্দল থানার আইসি প্রদীপ কুমার ডানের নেতৃত্বে পুলিশ এসে বহিরাগতদের তাড়া করে বুথের কাছ থেকে হটিয়ে দেয়। তবে অর্জুন সিং এদিন বলেন, মানুষ উত্তর দিয়ে দেবে।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :