ব্রেকিং নিউজ
Corona Update রাজ্যে একদিনেই করোনার সংক্রমণ বেড়ে ২১২৮, শুধু কলকাতাতেই আক্রান্ত হাজারের বেশি
HomestateCorona Update রাজ্যে একদিনেই করোনার সংক্রমণ বেড়ে ২১২৮, শুধু কলকাতাতেই আক্রান্ত হাজারের বেশি
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-30 20:03:50
উদ্বেগ, সচেতনতার প্রচার এসব যেন কথার কথাই। বৃহস্পতিবার দুপুরেই স্বাস্থ্য দফতর সতর্কবার্তা দিয়েছে, এক সপ্তাহেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। আর দৈনিক সংক্রমণ পৌঁছে যেতে পারে ৩০ থেকে ৩৫ হাজারে।
সেই আশঙ্কার কালো মেঘ যেন সত্যিই ঘনীভূত হচ্ছে। এদিনই সন্ধ্যায় স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাপিয়ে গেল। সংখ্যাটা ২ হাজার ১২৮। এর মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা হাজার ছাপিয়ে এগারোশোর কাছাকাছি, ১০৮০ জন। বোঝাই যায়, সারা রাজ্যে যেখানে সংক্রমণের হার ৪০০র ঘরে নেমে এসেছিল, সেখানে বুধবার তা হাজার ছাপিয়ে পৌঁছে গিয়েছিল এগারোশোর কাছাকাছি। এরপর একদিনের ব্যবধানে তা আরও এক হাজারের বেশি বেড়ে গেল। বুধ এবং বৃহস্পতিবার মৃত্যুসংখ্যা একই আছে ১২ জন।
এবার একটু পরীক্ষার দিকে তাকানো যাক। বৃহস্পতিবার রাজ্যে মোট পরীক্ষা হয়েছে ৩৮ হাজার ৮৯৮ জনের। তারচেয়েও দুশ্চিন্তার হল, সংক্রমণের হারও বেড়ে হয়েছে প্রায় সাড়ে ৫ শতাংশ। বুধবারও পরীক্ষার সংখ্যা মোটামুটি এরকমই ছিল। কিন্তু পজিটিভিটি রেট ছিল ৩ এর নিচে।
পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, কলকাতা ছাড়াও সব জেলাতেই সংক্রমণ একটু একটু করে বাড়ছে। যেমন বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমণের সংখ্যা ছিল যথাক্রমে ৩১৫ এবং ১০৬ জন। হাওড়া এবং পশ্চিম বর্ধমানে সংক্রমণ যথেষ্ট বেশি, যথাক্রমে ১৫৮ এবং ১২১ জন। হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় সংক্রামিতের সংখ্যা যথাক্রমে ৯১ এবং ১০৬ জন।
এদিকে ওমিক্রন নিঃশ্বাস ফেলছে ঘাড়ে। অন্যদিকে করোনা নতুন করে তার আগ্রাসী থাবা বাড়াতে শুরু করেছে। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে বাংলা।