Share this link via
Or copy link
করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে প্রশাসন বিভিন্ন জায়গায় একাধিক নিয়মবিধি লাগু করেছে। সেইমতো প্রশাসনের তরফে বারবার মানুষকে সচেতন করলেও হুঁশ যেন ফিরছেই না।
বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি পরিষেবা ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকবে। কিন্তু তাতেও হুঁশ কই মানুষের। বিনা মাস্কেই যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন বেশ কিছু মানুষ। মাস্কের কথা জিজ্ঞাসা করলেই উঠে আসছে একাধিক বাহানা। তবে এবার কড়া প্রশাসন।
মহামারি বিধি লঙঘনে ধরপাকড় করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সেইমত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার জেলা পুলিস প্রশাসনেরও কড়া নজরদারি। ইতিমধ্য়েই ১০ হাজার ৮৫৫ জনকে কোভিড বিধি উপেক্ষা করা ও মাস্ক না পরার কারণে জরিমানা করা হয়েছে। মোট আয় হয়েছে ৩ লক্ষ ৯৪ হাজার ৩৫০ টাকা। ফাইন করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিস।
প্রতিদিন ডায়মন্ড হারবার জেলা পুলিসের অন্তর্গত ১৪ টি থানা ও ৭ টি বিধানসভায় ১৫ হাজার মানুষের করোনা টেস্ট করা হচ্ছে। তাদের দাবি, সংক্রমণের হার কমেছে। এছাড়াও প্রতিটি বিধানসভা ২ টি করে সেফ হোম তৈরী রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার পৈলান ডায়মন্ড হারবার জেলা পুলিস অফিস থেকে একথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে জানান ডায়মন্ড হারবার জেলা পুলিস সুপার অভিজিত বন্দোপাধ্য়ায় ও ডায়মন্ড হারবার মহকুমার শাসক সুকান্ত সাহা, অ্য়াডিশনাল জোনাল হেডকোয়ার্টার অর্কময় দত্ত গুপ্ত এছাড়াও উপস্থিত ছিল অন্য়ান্য় পুলিশ কর্মীবৃন্দ।