গোটা দেশের পাশাপাশি রাজ্যে বাড়ছে করোনা এবং ওমিক্রন সংক্রমণের সংখ্যা। তড়িঘড়ি রবিবার নবান্নে বৈঠকের মাধ্যমে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যে একাধিক বিধিনিষেধ জারি করেছেন। বন্ধ থাকছে সমস্ত পর্যটন কেন্দ্র, সেলুন, রেস্তোরাঁ, পার্লার, জিম, শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও নাইট কারফিউ সহ বেশকিছু বিধিনিষেধ লাগু হয়েছে।
অন্যদিকে, ৫০ শতাংশ কর্মী নিয়ে অফিসকাছারি খোলা থাকার পাশাপাশি লোকাল ট্রেনেও ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করার নির্দেশিকা জারি হয়েছে। সন্ধ্যা ৭ টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন।
তবে সোমবার সকালে বারাসাত স্টেশনে দেখা গেল শিয়ালদহ শাখার লোকাল ট্রেনগুলির ছবিতে কোনও পরিবর্তন নেই। ভিড়ে ঠাসা লোকাল ট্রেন। বাদুড়ঝোলার চেনা ছবি অব্যাহত। শিকেয় করোনার বিধিনিষেধ। নবান্নের নির্দেশিকার পর প্রথম দিনেও সেই ভিড়। বেলা বাড়ার সাথে সাথে দেখা গেল, মেচেদা রেল স্টেশনেও উপচে পড়া ভিড়। নেই দূরত্ববিধি। প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের বিধিনিষেধ লাগু হওয়ার পরেও এভাবে কী করে ঠেকানো যাবে সংক্রমণ।
অরুণ রায়চোধুরি নামে এক যাত্রী জানান, খুবই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। ফেরার পথে ট্রেন না পেলে বাসে ফিরবেন। তাতে অনেকটা বেশি সময় লাগবে। তবে কিছু উপায় নেই। আর ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াতের কথা বললেও তা কখনই হয় না। ট্রেনে কত যাত্রী উঠছে, তা বোঝা সম্ভব নয়। বরং ট্রেন কমিয়ে দিয়ে আরও সমস্যা বাড়িয়ে দেওয়া হল।