ময়নাগুড়ির অদূরে লাইনচ্যুত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের বেশ কযেকটি বগি। দুর্ঘটনার জেরে নিউ কোচবিহার স্টেশনের সমস্ত ট্রেন পথ ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি রেল দফতর সূত্রে খবর, বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন। যার ফলে নিউ কোচবিহার স্টেশনের চেহারা একেবারেই অন্যরকম। বৃহস্পতিবার রাত থেকে নিউ কোচবিহার স্টেশন প্রায় ফাঁকা। শুনসান স্টেশন চত্বর, নেই যাত্রীদের কোলাহল। অন্যতম ব্য়স্ত নিউ কোচবিহার রেল স্টেশন । গুয়াহাটি যাওয়ার সমস্ত গাড়ি নিউ কোচবিহার স্টেশন হয়ে যায়। তবে ময়নাগুড়ি রেল দুর্ঘটনার পর নিউ কোচবিহার স্টেশন থেকে বাতিল করে দেওয়া হয়েছে ওই রুটের প্যাসেঞ্জার ট্রেন। গুয়াহাটি থেকে যে সমস্ত ট্রেন আসছে তাদের পথ ঘুরিয়ে অন্য রুট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । যে ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই ট্রেনে কোচবিহার জেলার অনেক যাত্রী ছিল বলেই জানা গিয়েছে।
বেশ কিছু ট্রেনের গতিপথ বদলেছে। রেল দফতর সূত্রে খবর পথ বদলেছে গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। কামাখ্য়া আনন্দবিহার, গুয়াহাটি-বারমের,শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা,লালগড়-ডিব্রুগড় অবধ অসম,নয়াদিল্লি-গুয়াহাটি এক্সপ্রেস সহ আরও বেশ কিছু ট্রেন। বাতিল হয়েছে শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।