ব্রেকিং নিউজ
market rate west bengal সবজির দাম নিয়ে ফের দুশ্চিন্তা
Homestatemarket rate west bengal সবজির দাম নিয়ে ফের দুশ্চিন্তা
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-20 09:10:02
একদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে গোটা রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রূকুটি। অন্যদিকে ফসল কীভাবে বাঁচবে, তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। আরও একটি দুশ্চিন্তা মাথাচাড়া দিচ্ছে। তা হল, বৃষ্টির অজুহাতে ফের বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে সবজির দাম বেড়ে যাবে না তো?
কারণ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। অতীতে বৃষ্টির পর পর এমনই তিক্ত অভিজ্ঞতা হয়েছে মধ্যবিত্তের। আলুর দাম সেই যে চড়েছে, নামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বাজারে তো নতুন আলু আসা শুরু হয়ে গেছে ভালোরকম। তারপরেও আলুর দাম ২০ টাকার নিচে নামেনি। একটু নামি বাজার হলে তো আরও বেশি। অথচ সাধারণ মানুষের অভিজ্ঞতা হল, এই সময় আলুর দাম কেজিপ্রতি ১০ টাকার আশেপাশে থাকার কথা। বিভিন্ন সবজির তো কেজিপ্রতি দর পৌঁছে গেছে ৪০ টাকার ওপরে। কোনও সবজিতেই যেন হাত দেওয়ার জো নেই। একটু বড় পরিবার হলে বাজার করতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা হচ্ছে।
প্রশ্ন হচ্ছে, যারা রক্তজল ঝরিয়ে ফসল ফলাচ্ছে, তারা কি দাম আদৌ বেশি পাচ্ছে? বিগত দিনের অভিজ্ঞতা বলছে, না, ঠিক উল্টোটাই হচ্ছে। বৃষ্টির জন্য তাঁরা আগেভাগে ফসল তুলে জলের দরে বেচে দিতে বাধ্য হচ্ছেন। মাঝখান থেকে ফড়েরা দাঁও মেরে বেরিয়ে যাচ্ছে।
বাজারে নিত্যপণ্যের দামে নজরদারি চালানোর জন্য রয়েছে টাস্ক ফোর্স, রয়েছে এনফোর্সমেন্ট। কিন্তু ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, এরা সবই কাগুজে বাঘ বা ডুমুরের ফুল। দরদাম নিয়ে খুব হইচই হলে বাজারে খাতা-পেন হাতে নিয়ে বের হতে দেখা যায়। তারপর যে কে সেই।
মাঝখান থেকে চাষিদের অবস্থা একদিকে যেমন অারও সঙ্গীন হচ্ছে, অন্যদিকে মধ্যবিত্তও মূল্যবৃদ্ধির যাঁতাকলে পিষ্ট হচ্ছে।