১৮ জুলাই থেকে শুরু রাজ্যের কলেজগুলোতে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া। গোটা প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে, রাখা যাবে না কোনও হেল্পডেস্ক। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করেছে উচ্চশিক্ষা দফতর। জানা গিয়েছে, ১৮ জুলাই-৫ অগাস্ট পর্যন্ত চলবে অনলাইন আবেদন প্রক্রিয়া। ১৬ অগাস্টের মধ্যে মেধাতালিকা বার করতে হবে।
উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্লাস। জানা গিয়েছে, স্নাতকোত্তরস্তরে পয়লা সেপ্টেম্বর আবেদন করা যাবে অনলাইনে। ১৫ সেপ্টেম্বর অবধি চলবে আবেদন প্রক্রিয়া। স্নাতকোত্তরস্তরে মেধাতালিকা ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। পয়লা নভেম্বর থেকে শুরু হবে ক্লাস।
এই গোটা ভর্তি প্রক্রিয়ায় একাধিক বিধিনিষেধ আরোপ করেছে উচ্চশিক্ষা দফতর। নথি যাচাইয়ের নামে কোনও পড়ুয়াকে কলেজে ডাকা যাবে না। অ্যাডমিশন ফিজ জমা করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে। কলেজে ডেকে কোনও ফিজ নেওয়া চলবে না। যেহেতু গত কয়েক বছরে কলেজে ভর্তি করিয়ে দেওয়া নামে টাকা নেওয়ার একাধিক অভিযোগ এসেছে। তাই এবার আগে থেকেই সতর্ক উচ্চশিক্ষা দফতর।