বৃহস্পতিবার টাউন হলের অনুষ্ঠানে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর বেলা আরও গড়াতেই টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি (CM Mamata writes to PM Modi)। ১০০ দিনের কাজ অর্থাৎ মনরেগা (MNREGA) এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছে না বাংলা। এই অভিযোগ করেই নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PMAY Schemes) বাংলার কাজ ভালো হলেও নতুন করে কেন্দ্রীয় বরাদ্দ হয়নি।
মুখ্যমন্ত্রী লিখেছেন, চার মাস ধরে মনরেগার টাকা পায়নি রাজ্য। এই বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৬৫০০ কোটি টাকা। এই টাকা না পেয়ে শ্রমিকরা সমস্যায়, তাই দ্রুত টাকা পাঠানোর আবেদন জানান মুখ্যমন্ত্রী। এছাড়া মমতা জানান, আবাস যোজনা প্রকল্পে গোটা দেশে একনম্বরে বাংলা। ৩২ লক্ষ বাড়ি বানানো হয়েছে এই প্রকল্পের আওতায়। তা সত্ত্বেও এবার নতুন করে বাংলার জন্য কোনও অর্থবরাদ্দ করা হয়নি। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে অর্থ বরাদ্দ না করলে সাধারণ মানুষজন মাথার উপর ছাদ গড়তে খুবই সমস্যায় হচ্ছে। তাই প্রধানমন্ত্রী যেন দ্রুত হস্তক্ষেপ করেন।'