অশনির কারণে পিছিয়ে ছিল মুখ্যমন্ত্রীর জেলা সফর (Administrative Visit of CM Mamata)। পরিবর্তিত সূচি মেনে জানা গিয়েছে, ১৭ মে থেকে সেই জেলা সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা দিয়েই তিন দিনের সফর শুরু করছেন তাঁর। ১৭ মে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৮ মে মেদিনীপুর কলেজিয়েট মাঠে বুথস্তরে দলীয় বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। ওই দিন ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ১৮ মে বিকেলে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ১৯ মে ঝাড়গ্রাম স্টেডিয়ামে তৃণমূল সুপ্রিমোর দলীয় কর্মসূচি রয়েছে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বুথ লেভেল, বুথ সভাপতি, পঞ্চায়েতস্তর পর্যন্ত কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের দলনেত্রী। ১০ মে থেকে ১২ মে পর্যন্ত জেলা সফর করার কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর।
ঘূর্ণিঝড় 'অশনি'র কারণে পিছিয়েছে মমতার এই জেলা সফরসূচি।