LATEST NEWS
29 May, 2023

Mamata: ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে রাজ্য, কী কী ব্যবস্থা, জানালেন মমতা
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৩-১৬ ১৩:৩৮:২১   Share:   

ইউক্রেন (Ukraine) ফেরত ৩৯১ জন পড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই বিশেষ বৈঠক হয়েছে। অনেক বাধা অতিক্রম করে ৩৯১ জন পড়ুয়া রাজ্যে ফিরেছেন। তাঁদের পাশে রাজ্য সরকার। বুধবার এই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দফতরের বিশেষ সচিব পিবি সেলিমকে পড়ুয়াদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'সব ব্যবস্থা করতে একটু সময় লাগবে। কিন্তু পড়ুয়াদের এখানে পড়ার ব্যবস্থা করা হবে।'

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী:

Ad code goes here

  1. পড়ুয়াদের মিলবে ভাতা 
  2. কম খরচে পড়ার ব্যবস্থা 
  3. মেডিক্যাল ইন্টার্নদের জন্য হাসপাতালের ব্যবস্থা 
  4. স্কলারশিপের অর্ধেক টাকা দেবে রাজ্য 
  5. চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বছরের পড়ুয়াদের এখানে ইন্টার্ন হিসাবে কাজ করার জন্য মেডিকেল কাউন্সিলকে চিঠি। 
  6. যারা প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র তাদের অনলাইন পড়াশোনার ব্যবস্থা করা যেতে পারে।
  7. ফার্স্ট ইয়ার পড়ুয়াদের জন্য নতুন করে ভর্তির ব্যবস্থা 
  8. দ্বিতীয়-তৃতীয় বছরের পড়ুয়াদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমতি দিলে প্রাইভেট কলেজে ভর্তির ব্যবস্থা 
  9. প্রাইভেট মেডিকেল কলেজ গুলিকে অনুরোধ রাজ্যের কোটার এক তৃতীয়াংশ আসনে সরকারি রেটে ভর্তি নিতে হবে পড়ুয়াদের।
  10. এটাকে যুদ্ধকালীন স্পেশাল কেস হিসেবে দেখতে হবে
  11. সরকার থেকে স্কলারশিপ করে দেওয়া হবে। আপনারা সিএসআরএ দেখুন তাহলে টাকা লাগবে না
  12. কারণ ইতিমধ্যেই এদের অনেক টাকা খরচ হচ্ছে। এটা যুদ্ধকালীন স্পেশাল কেস
  13. স্বাস্থ্য সচিব স্বাস্থ্য কমিশনকে হাতে হাতে চিঠি দেবে
  14. আজকেই চিঠি নিয়ে যাওয়ার নির্দেশ 
  15. ১০ লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে ইউক্রেন ফেরত মেডিক্যাল পড়ুয়ারা
Ad code goes here

Ad code goes here

Follow us on :