এবার আইপিএস এবং ডাবলুবিপিএস-দের মধ্যে বেতন বৈষম্য দূর করতে সচেষ্ট হলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে পুলিসের এক অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা। রাজ্য-সহ কলকাতা পুলিসের কাজের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রীর মন্তব্য, 'একটা ভুল হলেই সমালোচনা হয়। সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। অযথা সমালোচনা করা উচিত নয়। নিচুতলার পুলিশকর্মীরা, বিশেষ করে ওসি, সাব-ইনস্পেক্টর এবং কনস্টেবল, এঁরা রাজ্যের সম্পদ। এদের সাহায্য ছাড়া এই জায়গায় আসা যায় না।'
খানিকটা মানবিকতার সুরে মমতা বলেন, 'আইপিএস, আইএএসদের বলার জায়গা আছে রাজ্য পুলিশের নেই। আমরা পুলিশের কাজে ইন্টারফেয়ার করি না। আমি চাই সব পুলিশ ভালো কাজ করুক। মহিলারা বেশি পুলিশে যোগদান করুন। পুলিসে আরও নিয়োগ করতে হবে। আইপিএস আরও বাড়াতে হবে।'
সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া একাধিক কাণ্ডে বিরোধীদের কাঠগড়ায় পুলিস। আনিস-কাণ্ড থেকে রামপুরহাট হিংসা প্রতি ঘটনায় বিড়ম্বনায় পড়তে হয়েছে রাজ্য পুলিশকে। যদিও এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতা পুলিসকে আগে স্কটল্যান্ডের পুলিশ (স্কটল্যান্ড ইয়ার্ড) বলা হত। ওরা ছোট্ট জায়গায় কাজ করে। তাই ওরা অনেক শক্তিশালী।'
তবে রাজ্য পুলিসকে আরও স্মার্ট হতে হবে। কলকাতা পুলিশের যা ক্ষমতা রয়েছে, রাজ্য পুলিশের তা নেই। সেই কাজটা করতে হবে। অনেক নতুন থানা তৈরি করা হয়েছে। নতুন কমিশনারেট তৈরি করেছি। পুলিশের শূন্য পদে নিয়োগ করতে হবে।