ব্রেকিং নিউজ
cm-mamata-chairs-review-meeting-over-probable-covid-surges-ahead-of-fourth-wave
Covid Meeting: স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে নার্সিংহোমগুলির স্বাস্থ্য পরীক্ষা হবে: মুখ্যমন্ত্রী

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-11 20:05:11


দেশব্যাপী কোভিডের চতুর্থ ঢেউ (Covid Fourth Wave) আছড়ে পড়লে মোকাবিলার কৌশল কী? সেই ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। স্বাস্থ্যকর্তা, জেলা প্রশাসন-সহ ডিজি, মুখ্যসচিব, কলকাতা পুরসভা এই বৈঠকে উপস্থিত ছিল। বৈঠক শেষে নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'কোভিড পরিস্থিতি বাংলায় খুব কম। তাও মাস্ক পরুন, স্যানিটাইজ করুন। চতুর্থ ঢেউ আসলে মোকাবিলা করতে প্রস্তুত রাজ্য। ভয়ের কোনও কারণ নেই। এখন পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের মধ্যে চারজনের অক্সিজেন লাগছে। পাশাপাশি ম্যালেরিয়া, ডেঙ্গি নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।'

তিনি জানান, গরমে রক্ত সঙ্কট হয়। তাই রাজ্য পুলিসের কাছে আবেদন রক্তদান কর্মসূচি আয়োজনের। এই উদ্যোগে পাড়ায় পাড়ায় একাধিক ক্লাবকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

তিনি বলেছেন, 'স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যেসব নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না, তাদের এবার স্বাস্থ্য পরীক্ষা হবে। স্বাস্থ্যক্ষেত্রে শূন্যপদ পূরণের নির্দেশ পাঠানো হয়েছে।' ৮০০ ওষুধের দাম বাড়ানো নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন