রাজ্য মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার জরুরি বৈঠক। এই বৈঠক ঘিরে জল্পনা শুরু রাজনীতিক মহলে। মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জল্পনা তুঙ্গে। মন্ত্রিসভায় নতুন মুখ আসা নিয়েও শুরু আলোচনা। বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, তাপস রায়ের নাম নিয়ে উঠছে গুঞ্জন। এদিকে, মহিলা কর্মসংস্থানে শীর্ষে বাংলা। ৪৩.৭১ লক্ষ মহিলা কাজ পেয়েছেন বাংলায়। চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল গোটা দেশে কাজ হারিয়েছেন ১.২৫ কোটি মহিলা। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট এই দাবি করা হয়েছে।
জানা গিয়েছে, মহিলাদের কর্মসংস্থানের নিরিখে মোদির গুজরাতের থেকেও এগিয়ে মমতার বাংলা। গত পাঁচ বছরের হিসেবে গুজরাতে মহিলা কর্মসংস্থান বেড়েছে ৮.৬৭ লক্ষ। বাংলার তুলনায় প্রায় ১.৪২ লক্ষ কম। তিন নম্বরে রয়েছে তেলেঙ্গানা। গত পাঁচ বছরের নিরিখে তেলেঙ্গানার কর্মসংস্থান বৃদ্ধির হার ২.০২ লক্ষ। গত বছর বেশি কাজ হারিয়েছে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও কর্ণাটক।