বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নেতাজি ইনডোরে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর সরকারের একগুচ্ছ ভিশন এবং আগামির পরিকল্পনা ব্যক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণের মাধ্যমে শিল্প সংস্থার সঙ্গে যোগাযোগ করাচ্ছি চাকরিপ্রার্থীদের। তার সঙ্গেই জব ফেয়ার করছি। এভাবেই ৩০ হাজার চাকরি আমাদের তৈরি হয়ে গিয়েছে। যেকোনও দিন একটা অনুষ্ঠান করে দক্ষতাবৃদ্ধির প্রশিক্ষণ যারা নিয়েছেন, তাঁদের হাতে কাজ তুলে দেব।
তিনি বলেন, 'কাজ এভাবেই হয়। যত শিল্প হবে, তত কর্মসংস্থান বাড়বে। ইন্ডাস্ট্রি মানে কি শুধু কাঠ-খড়, সিমেন্ট-বালি? ইন্ডাস্ট্রি মাটি, ঘাস, গাছ থেকেও হয়। কতরকম ইন্ডাস্ট্রি, এগ্রো-ইন্ডাস্ট্রির দাম সবচেয়ে বেশি। আমাদের একটা প্রকল্প মাটিশ্রী। অনুর্বর মাটিকে উর্বর করে, ধানের চাষ, পুকুর কেটে, মাছের চাষ করে একদিন কর্মসংস্থান বাড়ানো হচ্ছে, অপরদিকে কাজ চলছে।'
কেন্দ্রকে তোপ দেগে তাঁর অভিযোগ, 'একশো দিনের কাজের টাকা, ইউজিসির গ্রান্টের টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার ঘর প্রকল্প বন্ধ করে দিতে হয়েছে। অর্থনৈতিকভাবে আমাদের ব্লকেড করা হচ্ছে। তারপরেও বুদ্ধি করে চলতে হয়।'
এদিন বাংলার যেসব পড়ুয়ারা বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে, তাঁদের ফিরে আসার আবেদন জানান তিনি। বাংলার মেধা সবচেয়ে গর্বের মেধা। এই দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট হয়ে বাইরে গিয়ে থাকছেন। আমার অনুরোধ সবাই বাইরে চলে গেলে, দেশ তথা রাজ্যের শিক্ষা, অর্থনীতি কারা চালাবে? এই মাটিতে ফিরে এস, কর্মভূমি, জন্মভুমি, পিতৃভূমিকে ভুলো না।'