বিভানকে সঙ্গী করে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার শীলা। পরম যত্নে পাঁচ সন্তানকে আগলে রেখেছে খোদ শীলা। ধারেকাছে ঘেঁষছেন না বেঙ্গল সাফারি পার্কের কর্তাব্যক্তিরা। তবে নিরাপত্তার স্বার্থে সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কড়া নজর রাখছে কর্তৃপক্ষ।
এর আগে স্নেহাশিষকে সঙ্গী করে ২০১৮ সালে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে তিন সন্তানের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার শীলা। তার মধ্যে একটি শাবক ছিল সাদা রঙের। প্রথম পর্যায়ে জন্ম হওয়া শীলার তিন সন্তান স্বাভাবিক ছন্দে বড় হতে থাকলেও আচমকাই এক সন্তানের মৃত্যু হয়। পরবর্তীতে করোনা আবহে ২০২০ সালে বিভানকে সঙ্গী করে আরও তিন সন্তানের জন্ম দেয় শীলা। এরপর ফের মা হল শীলা। ফের একবার বিভানকে সঙ্গী করে এবার পাঁচ সন্তানের জন্ম দিল শীলা।
বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের তরফে জানা যায়, পাঁচ সন্তান সহ শীলা বর্তমানে সুস্থ রয়েছে। তবে মা হওয়ার পর থেকে বাইরের পরিবেশের সঙ্গে যোগাযোগ রাখছে না শীলা। নিভৃতে থাকছে পাঁচ সন্তানকে নিয়ে। সূত্রের খবর, বর্তমানে ১০ কেজি মাংস খাচ্ছে শীলা। শাবকরা আপাতত মায়ের দুধ খেয়েই বড় হচ্ছে। এভাবেই কাটবে কয়েক মাস।