আধুনিক সমাজে থেকেও মানুষের মন কুসংস্কারে পরিপূর্ণ। আর সেই ভয়কে কাজে লাগিয়েই ব্যবসা চালাচ্ছে কিছু অসাধু মানুষ।
ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে প্রতারিত করার অভিযোগ সাপুড়েদের একাংশের বিরূদ্ধে। বুধবার সকালে বীরভূমের সিউরি হাটজন বাজার এলাকায় একটি বাড়ি গিয়ে সাপুড়েরা জানায়, বাড়িতে বিষধর সাপ আছে। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। তাঁদের বাড়ি থেকে ওই সাপুড়ের দল বিষধর সাপ বের করে দেবে বলেও জানায়। তবে তার বিনিময়ে তাদের দিতে হবে মোটা টাকা। শুধু তাই নয়, এমনভাবে ভয় দেখানো হয় যে বাড়ির মহিলারা তাঁদের কথায় রাজি হয়ে যান। আতঙ্কে বাড়ি থেকে বিষধর সাপটিকে বের করে দিতেও বলেন। অভিযোগ, সাপুড়েদের কাছে থাকা সাপই ছেড়ে দিয়ে তা আবার ধরে তাঁদের দেখানো হচ্ছে।
বিষয়টি সচেতন প্রতিবেশীরা জানতে পেরেই যান ওই বাড়িতে। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, কেন তারা সাপগুলি এইভাবে ছেড়ে দিয়ে ভয় দেখাচ্ছে। আর এরপরই কাণ্ড। সুযোগ বুঝে ওই ৬ জন সাপুড়ে লোটা-কম্বল গুটিয়ে, যে যার মতো চম্পট দেয়।
ওই বাড়ির মহিলারা জানান, বাড়িতে বিষধর সাপ আছে, এই বলে বাড়িতে ঢোকে ওই সাপুড়েরা। এরপরই তাঁদের বলা হয়, ওই সাপটিকে না ধরলে বাড়ির অমঙ্গল হবে। তবে পরে তাঁরা বুঝতে পারেন, প্রতারকদের খপ্পরে পড়েছেন।