কয়লা পাচার-কাণ্ডে প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে জমা পড়া চার্জশিটে অনুপ মাজি, গুরুপদ মাজি, বিনয় মিশ্র-সহ ৪১ জনের নাম রয়েছে। চার্জশিটে অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে হাফ ডজনের বেশি প্রাক্তন এবং বর্তমান ইসিএল কর্তার নাম। রয়েছে একাধিক কয়লা সংস্থার ডিরেক্টর এবং অবৈধ খনি কারবারিরর নামও। যেসব ইসিএল কর্তার নাম চার্জশিটে উল্লেখ-- সুভাষ মুখোপাধ্যায়, অভিজিৎ মল্লিক, সুশান্ত বন্দোপাধ্যায়, তন্ময় দাস প্রমুখ।
কয়লা মাফিয়াদের তালিকায় চার্জশিটে তালিকাভুক্ত হয়েছে- জয়দেব মণ্ডল, অনুপ মাজি, বিনয় মিশ্র, গুরুপদ মাজি, বিকাশ মিশ্র প্রমুখ। বিনয় মিশ্র এবং রত্নেশ বর্মাকে পলাতক দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে, কয়লা-কাণ্ডে ধৃত ইসিএল কর্তাদের জেরা করে রাজ্য পুলিস সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই। ইতিমধ্যে প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে একাধিক ইসিএল কর্তাকে দফায় দফায় জেরা করেছে সিবিআই। অভিযুক্তরা জানিয়েছেন, কয়লা পাচার-কাণ্ডের প্রাথমিক অবস্থায় স্থানীয় পুলিস-প্রশাসনকে জানিয়ে কোনও সুরাহা হয়নি।
এরপর প্রাণভয়ে অনুপ মাজি ওরফে লালা বাহিনীর সঙ্গে 'চুক্তি' করেন তাঁরা। এই পাচার-কাণ্ডের তদন্তে ইতিমধ্যে আসানসোল, বাঁকুড়া এবং পুরুলিয়ার কয়লা খনি এলাকার প্রাক্তন পুলিসকর্তাদের নাম হাতে পেয়েছে সিবিআই। এই পাচার কাণ্ডের তদন্তে আগে ইডি রাজ্য পুলিসের একাধিক কর্তাকে তলব করেছিল। সিবিআই এবার একই পথের শরিক। এমনটাই সূত্রের খবর।